Nadda In Bengal: কৃষকবাড়ির দাওয়ায় কলাপাতায় মধ্যাহ্নভোজ নাড্ডার, পরে গো-সেবা

Continues below advertisement
কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মেনুতে ছিল সবজি দিয়ে ডাল, আলু ভাজা, শাক, বেগুন ভাজা, পাঁচ মিশালি তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস। তাঁকে স্বাগত জানানো হয় প্রবেশের সময়।শনিবার কৃষক সুরক্ষা কর্মসূচির সূচনা করেন জেপি নাড্ডা। কাটোয়ায় সভা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজনের আয়োজন করা হবে। তিনি বলেন, "ওই সময় ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। কৃষকদের বাজেট ছয়গুণ বাড়িয়েছে মোদি সরকার। বাংলায় জলের অভাব নেই, তবুও সেচ হয় এমন জমি কম। রাজ্য সরকারের গড়ে আমরাই কৃষক সম্মান নিধি চালু করব। কৃষিতে রোজগারের ক্ষেত্রে দেশে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram