West Bengal Elections 2021: 'ইস্তফার পর অকথ্য ভাষা ব্যবহার, সহ্য করতে না পেরেই বিজেপিতে যাচ্ছি', বলছেন পার্থসারথি চট্টোপাধ্যায়
Continues below advertisement
আজ যে পাঁচজন দিল্লি উড়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন পার্থসারথি চট্টোপাধ্যায়ও। বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি জানান, "আমি তৃণমূল থেকে ইস্তফা দিয়েছি। ইস্তফার পর যেভাবে অকথ্য ভাষা শুরু হয়েছে, আমি সরে আসতে বাধ্য হয়েছি। আমি আজ দিল্লি যাচ্ছি, বিজেপিতে যোগ দেব।" এদিকে আজই দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়রা (Rajib Banerjee), খবর বিজেপি সূত্রের। দিল্লি যাচ্ছেন প্রবীর ঘোষাল (Prabir Ghosal), বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), রথীন চক্রবর্তীরা (Rathin Chakraborty)। বিকেলের দিকে দেখা করবেন অমিত শাহের (Amit Shah) সঙ্গে, খবর সূত্রের। আজই বিজেপিতে যোগদান করবেন তাঁরা, খবর সূত্রের। চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন রাজীবরা। অমিত শাহের দেখা করে রাতেই কলকাতায় ফিরে আসতে পারেন রাজীবরা, খবর সূত্রের।
Continues below advertisement
Tags :
Rajib Resigns Rajib To Join BJP Rathin Chakaraborty Partha Sarathi Chatterjee Prabir Ghoshal Baishali Dalmiya Rajib Banerjee WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls West Bengal Elections West Bengal Election 2021 Bengal Election 2021 Bengal Elections JP Nadda Mamata Banerjee Amit Shah