West Bengal Elections 2021: 'যে সমস্ত আমলারা রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, আবেদন করছি, সরে আসুন', আর্জি রাজ্যপালের
Continues below advertisement
রাজ্যে ফের শান্তিপূর্ণ ভোটের দাবি তুললেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। বুধবার নদিয়ার তেহট্টে শহিদ সুবোধ ঘোষের বাড়িতে যান জগদীপ ধনকড়। শহিদের স্ত্রী ও বাবা-মায়ের হাতে তুলে দেন আর্থিক সাহায্য। পাকসেনার সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘনের সময়ে গত বছর শহিদ হন তেহট্টের (Tehatta) রঘুনাথপুরের সুবোধ ঘোষ। এদিন সেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। সেখান থেকে বেড়িয়ে সুষ্ঠু ও অবাধ ভোটের দাবিতে সরব হন তিনি। সরকারি আধিকারিকরা রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন বলে এর আগে অভিযোগ করেছেন রাজ্যপাল (Governor)। এদিন তাঁর আর্জি, রাজনীতি থেকে দূরে থাকুন আমলা ও সরকারি কর্মীরা।
Continues below advertisement
Tags :
Vote In Bengal Peaceful Vote Subodh Ghosh Jagdeep Dhankar Governor Nadia WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee