ABP News

West Bengal Elections 2021: জনসংযোগই মূলমন্ত্র, আড়াই হাজার কৃষকের সঙ্গে বসে পাত পেড়ে খিচুড়িভোজ JP Nadda-র

Continues below advertisement
মোদি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দু'মাসেরও বেশি সময় ধরে আন্দোলন (Farmers' Movement) চলছে দেশের রাজধানীতে। শনিবার কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির সিঙ্ঘু, গাজিপুর সীমানা। উত্তর ভারতের কৃষক আন্দোলনের আঁচ এসে পড়েছে বাংলাতেও। এই প্রেক্ষিতে ফের বঙ্গ সফরে এসে কৃষকদের মধ্যে জনসংযোগ সারলেন জেপি নাড্ডা (JP Nadda)। কাটোয়ার পর এবার মালদা। প্রথমে কৃষকদের নিয়ে সভা, তারপর আড়াই হাজার কৃষকের সঙ্গে বসে খিচুড়ি দিয়ে মধ্যাহ্নভোজ সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola