West Bengal Elections 2021: নারদ কেলেঙ্কারিতে যাদের নাম FIR-এ, তাদেরকেই কোলে করে নিচ্ছে BJP, আক্রমণে Kunal Ghosh
Continues below advertisement
ফের চিটফাণ্ড কাণ্ডে টান। দোষারোপের পালা। যা অবস্থা, তাতে শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো-র মতো কেউ বলতেই পারেন, বঙ্গে কি ভোট আসিয়াছে? ভোট এলেই চিটফাণ্ড কাণ্ড সামনে আসে। ২০১৪ সাল থেকে বাংলায় এই ট্র্যাডিশন চলছে। সারদা কেলেঙ্কারিতে (Sarada Scam) ২ হাজার ৪৬২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের ৬ জুন সারদা মামলায় এফআইআর (FIR) করে সিবিআই (CBI)। কিন্তু তার আগে বঙ্গে ভোট প্রচারে এসে বারবার সারদা চিটফাণ্ড নিয়ে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। নারদ কেলেঙ্কারির (Narad Scam) ক্ষেত্রে যাদের নাম এফআইআরে (FIR) আছে, তাদেরকেই কোলে করে নিচ্ছে বিজেপি (BJP), আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh)।
Continues below advertisement
Tags :
Sarada Scam Narad Scam Chitfund Kunal Ghosh Kolkata Narendra Modi WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee