West Bengal Elections 2021: 'জট কাটল ১৯৩ আসনে, বাকি ১০১ আসনের নিষ্পত্তি দ্রুত', বামেদের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে অধীর
Continues below advertisement
রাজ্যে বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ ফের আলোচনায় বসেন কংগ্রেস ও বাম নেতারা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন কংগ্রেস ও বাম নেতৃবৃন্দ। "২৯৪ আসনের মধ্যে ১৯৩ আসনের সমঝোতা চূড়ান্ত। প্রথম দফার বৈঠকে জট খোলে ৭৭ আসনের। দ্বিতীয় বৈঠকে জট খুলল আরও ১১৬ আসনের’। ১১৬ আসনের মধ্যে বামেরা লড়বে ৬৮ আসনে এবং কংগ্রেস লড়বে ৪৮ আসনে", জানালেন বিমান বসু (Biman Basu)। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) জানালেন, "১৯৩ আসনে বামেরা লড়বে ১০১ আসনে, কংগ্রেস লড়বে ৯২ আসনে। বাকি ১০১ আসন নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।"
Continues below advertisement
Tags :
Seat Sharing Left Leaders Left-Congress Alliance Congress Leaders Adhir Chowdhury WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee