suvendu adhikari-র হাত ধরে কি এবার মালদার তৃণমূলে ভাঙন? কী বললেন Mausam Noor?
Continues below advertisement
২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলা পরিষদে জিতেছিল কংগ্রেস। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও মালদা খালি হাতে ফিরিয়েছিল তৃণমূলকে। কিন্তু তারপর কংগ্রেস ভাঙিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মালদা জেলা পরিষদ দখল করে তৃণমূল। এরপর শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনাতেই লোকসভা ভোটার মুখে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন মৌসম বেনজির নূর। দলবদলে ভোট হেরে নিজের সাংসদ পদ হারান মৌসম। আর যার হাত ধরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিলেন, সেই শুভেন্দু অধিকারীই এখন বিজেপিতে। এবার শুভেন্দুর হাত ধরে মালদাতেই এবার তৃণমূলে ভাঙন ধরে কি না সেটাই এখন শাসকদলের সবথেকে বড় চিন্তা। এই পরিস্থিতিতে মঙ্গলবার মালদা তৃণমূল জেলা পার্টি অফিসে প্রায় চার ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক।
Continues below advertisement
Tags :
Mausam Benazir Noor Malda West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress WB Polls WB Election West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee