West Bengal Elections 2021: '১০ বছরে চুক্তি চাষের আইনকে কাজে লাগাতে পারেনি রাজ্য সরকার', খোঁচা শমীকের

Continues below advertisement
বিজেপির (BJP) সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন, "বিভিন্নভাবে চুক্তি চাষ চলছে। কেন্দ্রীয় সরকার সেটাকে চায় একটি অরগানাইজ ও ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসতে। যাতে কৃষকরা লাভবান হন। যাতে কৃষকের নিজের জমির উপর অধিকার থাকবে। তাঁর জমির সুরক্ষা তিনি পেতে পারবেন। ১৯৭৪ সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের জমানায় CADC তৈরি হয়েছিল। এই সরকার গত ১০ বছরে সেই আইনকে ভালোভাবে কাজে লাগাতে পারেনি।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram