West Bengal Elections 2021: ভবানীপুরে জিতবেন না, তাই নন্দীগ্রামে Mamata, দাবি Sujan Chakraborty-র

Continues below advertisement
অটলবিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদি। ইন্দিরা গান্ধী থেকে রাহুল গান্ধী। দু’টি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন বহু রাজনৈতিক হেভিওয়েট। এবার এরাজ্যের বিধানসভা ভোটে কি সেই পথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? সোমবার নন্দীগ্রামের সভা থেকে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০১৪ সালের লোকসভা ভোটে গুজরাতের ভডোদরা এবং উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়েছিলেন নরেন্দ্র মোদি। দু’টি কেন্দ্র থেকেই জেতেন তিনি। ১৯৫৭ সালের লোকসভা ভোটে একসঙ্গে তিনটি কেন্দ্র থেকে লড়েছিলেন অটলবিহারী বাজপেয়ী।বলরামপুর, লখনউ এবং মথুরা। ১৯৯১ সালের লোকসভা ভোটেও বিদিশা এবং লখনউ প্রার্থী হয়েছিলেন লড়েন বাজপেয়ী। ১৯৯১ সালে লালকৃষ্ণ আডবাণী নয়াদিল্লি এবং গাঁধীনগর লোকসভা আসন থেকে লড়াই করেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram