Suvendu Adhikari vs Mamata Banerjee: তৃণমূল নেত্রীর মাথা কাজ করছে না, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Continues below advertisement

‘লকডাউনে চাল চুরি, আমফানের ত্রিপল চুরি হয়েছে। শিল্পীদের কাছ থেকেও কাটমানি নেওয়া হচ্ছে। ২১ বছর ধরে তৃণমূল দল করেছি। এখন তৃণমূল কংগ্রেস কোম্পানি হয়ে গেছে। রাজ্য মন্ত্রিসভায় সব মন্ত্রী ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালানো হচ্ছে। তৃণমূল নেত্রীর মাথা কাজ করছে না। ২ জায়গা থেকে তৃণমূল নেত্রীকে দাঁড়াতে দেব না। লোকসভা ভোটে আরামবাগ চুরি করে জিতেছে তৃণমূল। ১৬টি ইভিএম গুণতে দেয়নি। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল সবাই এখন বেসুরো। কর্মচারী হয়ে কাজ করতে চাইলে তৃণমূলে থাকুন। সহকর্মী হয়ে কাজ করতে চাইলে বিজেপিতে আসুন। এই সরকারকে না তাড়ালে চাকরি হবে না। তৃণমূল জমানায় ৭ বছর এসএসসি-র পরীক্ষা হয়নি। তৃণমূলের মিছিলে যান, ভোট দিন বিজেপিকে। ৪ বছর কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয় না। সরকারি কর্মচারীদের ডিএ নেই, পুলিশের রেশন নেই। লালা-এনামুল-বিনয় মিশ্র কে? বিনয় মিশ্রকে রাজ্য পুলিশ নিরাপত্তা দিত। আর একটা চৌকাঠ পেরোলেই ভাইপো। বালি-পাথরের লরিতে মণ্ডল মার্কা ছাপ দেখালেই গাড়ি ছেড়ে দেয় পুলিশ। স্বাস্থ্যসাথীর কার্ড পুরো ধাপ্পাবাজি। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হতে দেয়নি।’ চন্দননগরের জনসভায় তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram