West Bengal Elections 2021: 'আসল মাথাদের কোনওদিন গ্রেফতার করা হবে না', K D Singh-র গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া Abdul Mannan-র

প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহ (K D Singh) গ্রেফতার হতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। তৃণমূল (TMC) দাবি করছে, তাদের সঙ্গে কেডি-র দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই। যদিও শিল্পপতি কে ডি সিংহকে কেন তৃণমূল সাংসদ করেছিল, কী উদ্দেশ্যে? কেডি-র কাছ থেকে তারা কী কী সুবিধা নিয়েছিল? এই প্রশ্ন তুলে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। যার করা মামলার ভিত্তিতে সারদা কেলেঙ্কারিতে (Sarada Scam) সিবিআই (CBI) তদন্ত হচ্ছে, সেই কংগ্রেস বিধায়ক আবদুল মান্নানের (Abdul Mannan) দাবি, ভোটের আগে লোক দেখানো গ্রেফতারি হচ্ছে। আসল মাথাদের কোনওদিন গ্রেফতার করা হবে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola