'রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে বিজেপি, বাংলায় নৈরাজ্য সৃষ্টি করছে', প্রতিবাদে আজ পথে নামল তৃণমূল

Continues below advertisement
রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে বিজেপি। বাংলায় নৈরাজ্য সৃষ্টি করছে তারা। এর প্রতিবাদে আজ পথে নামল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে আজ গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল। নেতৃত্বে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মন্তব্যে বিতর্ক তৈরি হয়। এরপর অমিত শাহর বীরভূম সফর উপলক্ষ্যে বিজেপির কাটআউটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঘিরেও বিতর্ক চরমে ওঠে। তৃণমূলের দাবি, ইতিহাস না জেনে বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে অপমান করছে বিজেপি। বাংলার মনীষীদেরও অসম্মান করা হচ্ছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এর বিরুদ্ধে জনমত তৈরি করতেই তাদের পথে নামার সিদ্ধান্ত।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram