West Bengal Elections 2021: 'শুভেন্দু ছাড়ার পর দলে লোক আসছে', কটাক্ষ অখিল গিরির, 'আগে নিজের আসন সামলান', পাল্টা কণিষ্ক পণ্ডা

Continues below advertisement
ফের শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ করলেন অখিল গিরি। শুভেন্দু তৃণমূল ছাড়ায় দলের শ্রীবৃদ্ধি হচ্ছে বলে মন্তব্য তাঁর। রামনগরের আসন ধরে রাখতে পারবেন তো? অখিল গিরিকে পাল্টা কটাক্ষ ছুড়লেন শুভেন্দু কনিষ্ক পণ্ডা। 'হয়তো একনায়কতন্ত্র ছিল', কটাক্ষ অখিল গিরির। দল বদলেছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠছেন তাঁর অনুগামীরা। কী প্রভাব পড়বে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে? এনিয়ে এখন দাবি-পাল্টা দাবি করে চলেছে তৃণমূল ও শুভেন্দু অনুগামীরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram