West Bengal Elections: এখনও কার্যকর হয়নি CAA, সতর্কবার্তা শান্তনু ঠাকুরের মুখে

Continues below advertisement

আসছে বিধানসভা ভোট. এখনও কার্যকর হয়নি CAA। এই নিয়ে লাগাতার পরোক্ষে নিজের দলের ওপর চাপ তৈরী করে চলেছে বনগাঁর বিজেপি সংসদ Shantanu Thakur। এই প্রেক্ষাপটে ঠাকুরনগরে রাস উৎসব থেকে ফের একবার সতর্কবার্তা শোনা গেল মতুয়া ঠাকুরবাড়ির সদস্যের গলায়। 
দ্রুত নাগরিকত্ব দেওয়া বিষয়টিতে জোর দেওয়ার কথাও শোনা গেল তাঁর গলাতে। ২০১৯ লোকসভা ভোটে তৃণমূলের থেকে মতুয়া অধ্যুষিত বনগাঁ কেন্দ্র ছিনিয়ে নিয়েছে বিজেপি। লোকসভার বিধানসভা ওয়াড়ি ফলাফলে ৬টি বিধানসভা আসনে বিজেপি ও ১ টি আসনে এগিয়ে তৃণমূল। সেবারে তাদের অন্যতম ইস্যু এখনও কার্যকর না হওয়াতে কিছুটা অস্বস্তিতে বিজেপি।
আগামী ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে শান্তনু ঠাকুরের সতর্কবার্তা শুনে TMC খোঁচা দিয়েছে। রাজ্যের মন্ত্রী তথা জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া যে আর কিছুই করেনি, সেটাই তো ওনার কথায় পরিষ্কার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram