West Bengal Elections with ABP Ananda: গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন শাসক শিবিরের ৫ সাংসদ! অর্জুন সিংহের মন্তব্য নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা

Continues below advertisement
সৌগত রায়-সহ বিজেপিতে আসতে পারেন তৃণমূলের ৫ সাংসদ। বিস্ফোরক অর্জুন সিংহ। যদিও তা খারিজ করলেন খোদ তৃণমূল সাংসদই। শুভেন্দু অধিকারী নিয়েও তুঙ্গে উঠল তৃণমূল-বিজেপির তরজা।
বহিরাগত ইস্যুতে ফের তৃণমূলকে একহাত নিলেন দিলীপ ঘোষ। বাংলাকে গুজরাত বানানোর হুঙ্কারও ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপি জমানায় ভয়ানক অবস্থায় দেশে। কেন্দ্রে ফেক নিউজের সরকার চলছে। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে চিঠির পর এবার ট্যুইট রাজ্যপালের। ৭ অক্টোবর রাজ্য সরকারকে পাঠানো চিঠির প্রসঙ্গ উল্লেখ করে জগদীপ ধনকড় ট্যুইটারে লেখেন, এখনও জবাব মেলেনি প্রশাসনের। এধরনের দুর্ভাগ্যজনক উপেক্ষার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram