'বাবুলকে চৌরাস্তার মাঝে ইট মারা হয় বুকে, কাজে বাধা দেন জিতেন্দ্র' প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

Continues below advertisement
সম্প্রতি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। এরপরেই তাঁর বিজেপিতে (BJP )যোগদানের সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)বুঝিয়ে দিয়েছেন যে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে এলে তিনি খুশি হবেন না। এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)বলেন, 'জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বাবুল সুপ্রিয়র ঝগড়া। বাবুলদার উন্নয়নের কাজ ওখানে জিতেন্দ্র তিওয়ারি করতে দেননি। যখন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, বিধায়ক ও জেলা সভাপতি ছিলেন, তখন বিরোধিতা করেছেন।  বাবুল সুপ্রিয়কে চৌরাস্তার মোড়ে ইট মারা হয়েছে। আজ যখন তিনি পদত্যাগ করেছেন, বিজেপিতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন  বাবুলের প্রতিক্রিয়া, যাঁদের সঙ্গে এত ঝামেলা হয়েছে তাঁদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে। তাই দল বিবেচনা করবে কে আসবে না আর আসবে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram