West Bengla Election 2021: সুনীল মণ্ডলকে হেনস্থা, তরজায় শমীক-কাকলি, দিলীপকে পাল্টা মারের হুঁশিয়ারি মদনের

Continues below advertisement
সাংসদ সুনীল মণ্ডলের ওপর হামলার ঘটনায় সরব বিজেপি। একেবারে পরিকল্পিত হামলা। তৃণমূলকে কাঠগড়ায় তুলে সরব শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'সম্পূর্ণ পুলিশের উপস্থিতিতে এটা পরিকল্পিত হামলা। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ এসে গার্ড রেল দিয়ে গেল। এত অসহিষ্ণু সরকার মনে হয় গোটা রাজ্যে কোথাও নেই।' এই ঘটনায় পাল্টা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'দুষ্কৃতীর দল দুষ্কৃতীর নিয়ে এসে গণ্ডগোল পাকাচ্ছে।' এদিকে, ফের তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তাঁর মন্তব্য, 'এমন মারব ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবে না। হাসপাতালে জায়গা থাকবে না।' এই মারের পাল্টা আবার 'মার' দাওয়াই দিয়েছেন মদন মিত্র। এদিন আগরপাড়ায় দাঁড়িয়ে মদন মিত্র বলেন, 'মারব এখানে, লাশ পড়বে...'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram