রিজেন্ট পার্কে বাংলা টিভি সিরিয়ালের এক স্ক্রিপ্ট রাইটারের আত্মঘাতী হওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ
রিজেন্ট পার্কে বাংলা টিভি সিরিয়ালের এক স্ক্রিপ্ট রাইটারের আত্মঘাতী হওয়ার চেষ্টা। পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের। পুলিশ সূত্রে খবর, গতকাল সোশ্যাল সাইটে হোয়েন আই কুইট লিখে পোস্ট করেন ওই যুবক। পোস্ট দেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার। এরপরই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে যুবককে উদ্ধার করা হয়।
Tags :
Regent Park PS Ananda Live ABP News Live Bengali Attempt To Suicide Suicide Attempt Regent Park Abp Ananda