ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন হাওড়ায় করোনায় মৃত মহিলা, পরিবারকে পাঠানো হল কোয়ারান্টিনে
Continues below advertisement
হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু হল করোনা আক্রান্ত মহিলার। গত ১৩ তারিখ স্বামীর সঙ্গে ডুয়ার্সে যান ওই মাঝবয়সী মহিলা। ফিরে আসার পর প্রথমে কোনও উপসর্গ না থাকলেও, গত বৃহস্পতিবার জ্বর আসে তাঁর। রবিবার তিনি ভর্তি হন হাসপাতালে। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এসএসকেএমে। কিন্তু রিপোর্ট আসার আগেই সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়। রিপোর্টে ধরা পড়েছে করোনা সংক্রমণ। মহিলার পরিবারকেও পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। রাজ্যে এই নিয়ে করোনা সংক্রমণে মৃত্যু হল তিনজনের।
Continues below advertisement
Tags :
Duars Howrah District Hospital Coronavirus In West Bengal Coronavirus Death Coronavirus News Abp Ananda Coronavirus Covid-19