দিনেদুপুরে ভাটপাড়ায় জুটমিল শ্রমিককে কুপিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী
দিনেদুপুরে ভাটপাড়ায় জুটমিল শ্রমিককে কুপিয়ে খুন। মৃতের নাম রামবাহাদুর রাজভড়। বয়স ৪৫। পুলিশ সূত্রে খবর, এদিন শিফটের শেষে জুটমিল থেকে বের হন ওই শ্রমিক। অভিযোগ, জনবহুল রাস্তায় ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় প্রতিবেশী রামবাবু রাজভড়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই জুটমিল শ্রমিক। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে প্রতিবেশীর সঙ্গে বচসা হয় মিল শ্রমিকের। সেই রাগ থেকেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।