21 July Abhishek Banerjee: এবার দিল্লিতে বর্তমান স্বৈরাচারী শাসকদের ছুড়ে ফেলার সময় এসেছে, বার্তা অভিষেকের

Continues below advertisement

আজ তৃণমূলের শহিদ দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, "দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হাজির সব নেতাদের আন্তরিক ধন্যবাদ। বিজেপির ভয় দেখানোর কৌশলে আমরা মাথা নত করব না। তৃণমূলের সব বুথ বা ব্লক স্তরের নেতাদের ধন্যবাদ। ভোটের লড়াইয়ে তাঁরা যে লড়াই করেছেন, তার তুলনা নেই। এবার দিল্লিতে বর্তমান স্বৈরাচারী শাসকদের ছুড়ে ফেলার সময় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো তৃণমূল কংগ্রেস সমাজ ও মানুষের জন্য কাজ করে যাবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।"

আজ তৃণমূলনেত্রী (Mamata Banerjee) জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ''রান্নার গ্যাসের দাম ৪৭ বার বেড়েছে। প্রায় পৌনে চার লক্ষ কোটি টাকা খোয়া গিয়েছে গৃহস্থের। বিজেপি সরকার গণতান্ত্রিক অধিকার শেষ করে দিচ্ছে।'' পাশাপাশি তিনি বলেন, "পরের সপ্তাহে দু’তিনদিনের জন্য দিল্লি যাব। গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করব। শরদ পওয়ারদের কাছে অনুরোধ, দিল্লিতে বৈঠকের আয়োজন করুন। সেই বৈঠকে আমিও থাকব, আলোচনা হোক।" তিনি যোগ করেন, “খেলা একটা হয়েছে, আবার হবে। বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগাস্ট রাজ্যে খেলা হবে দিবস পালিত হবে।“ বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের নামও সিলেবাস থেকে বাদ দিয়েছে। করোনার থেকেও বড় ভাইরাস বিজেপি। দেশে এখন গুলি আর গালির রাজনীতি চলছে। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে স্বতঃপ্রবৃত্ত মামলা দায়েরের অনুরোধ।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram