Pegasus Spyware: গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করতে পারে না সরকার, হ্যাকিং বিতর্কে সরব তৃণমূল

Continues below advertisement

কিছুক্ষণ আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল (TMC) নেত্রী অভিযোগ করেন, "আমি চিদম্বরমকে ফোন করতে পারি না, ফোনে আড়ি পাতা হয়। আমাকে ফোনের ক্যামেরায় প্লাস্টার লাগাতে হচ্ছে।" তৃণমূলনেত্রীর এই অভিযোগের পরই তৃণমূলের কর্মী-সমর্থকরা নিজেদের ফোনের ক্যামেরায় টেপ লাগিয়েছেন। 

এক তৃণমূল কর্মী বলেন, "যেভাবে মোদি সরকার ফোন ট্যাপ করছে তা অত্যন্ত অন্যায়। প্রত্যেকেরই গোপনীয়তার অধিকার আছে। সেটা সরকার কখনই হস্তক্ষেপ করতে পারে না। যেভাবে বেআইনিভাবে মোদি সরকার সেটা করে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং প্রশান্ত কিশোরের ফোন যেভাবে ট্যাপ করা হয়েছে নির্বাচনের সময়ে, তা পুরোপুরি বেআইনি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram