Abhishek Banerjee Wife Issue: 'অন্য়ায় করলে শাস্তি হবেই' অভিষেকের স্ত্রীকে CBI- নোটিস নিয়ে কটাক্ষ Suvendu-র
কয়লা পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী ও শ্যালিকাকে সিবিআই নোটিস। সিবিআইয়ের সক্রিয়তার পিছনে বিজেপির ইন্ধন দেখছে তৃণমূল। কান টানলে মাথা আসবে। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একযোগে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেছে বাম-কংগ্রেস।
আজ বিকেল ৪টে ৪০-এ পর হুগলির চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে ভার্চুয়াল উদ্বোধন হবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর সম্প্রসারিত মেট্রোর। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। সম্প্রসারিত রুটে বাড়ছে না ভাড়া। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর সর্বাধিক ভাড়া ২৫ টাকা। আপ-ডাউনে চলবে ৭৯ জোড়া ট্রেন। দক্ষিণেশ্বর মেট্রো ফুল দিয়ে সাজানো হয়েছে। আগামীকাল থেকেই যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। স্টেশনে ঢোকার মুখে রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দর মূর্তি বসানো হয়েছে।