আনন্দ লাইভ: কোচবিহারে বিজেপি কর্মীদের বাড়িতে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে আক্রমণ

Continues below advertisement

অবশেষে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন পশ্চিমবঙ্গের কৃষকরা। আগামিকালই প্রথম কিস্তির ২ হাজার টাকা ঢুকবে প্রকল্পে নথিভুক্ত বাংলার সাত লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। রাজ্য সরকার কৃষকদের তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী প্রচারে এসে আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধিতে অনুমোদন দেওয়া হবে। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসেনি। তবে শপথের পরই বাংলার কৃষকদের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এবার সেইমতো কেন্দ্রীয় প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। 

কোচবিহারে আজ বিজেপির নেতাদের সঙ্গে নিয়ে বিজেপির তোলা সন্ত্রাসের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল! এখানে পা দিয়েই ভোট পরবর্তী অশান্তির জন্য তিনি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন। পাল্টা রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলও। 

আজও রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি হাজারের ওপরেই রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১২৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। শুধু উত্তর ২৪ পরগনাতেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন চার হাজারের বেশি মানুষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram