West Bengal Politics: তৃণমূল থেকে যাঁরা এসেছেন, তাঁদের সঙ্গে মানিয়ে নিতে পারছে না বিজেপি, বিস্ফোরক সুনীল মণ্ডল

Continues below advertisement

তৃণমূল থেকে যাঁরা এসেছেন, তাঁদের সঙ্গে মানিয়ে নিতে পারছে না বিজেপি। এবার নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল-ত্যাগী সাংসদ সুনীল মণ্ডল। তাঁর দাবি,ভোটের প্রচারে হিন্দিভাষীদের দাপট নিয়েও সরব হয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।

জলপাইগুড়িতে শুনসান জেলা বিজেপির সদর দফতর! জেলা নেতৃত্বের স্বীকারোক্তি, দলে মুকুলায়ন শুরু হয়েছিল। যা দেখে তৃণমূলের কটাক্ষ, আর কয়েক দিন পর বিজেপির পার্টি অফিস খোলার লোকও থাকবে না। 

দলবদলের জল্পনার মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব বিজেপির মণ্ডল সভাপতি। প্রাক্তন বিধায়কের প্রত্যাবর্তনের জল্পনার বিরোধিতায় পড়ল পোস্টার। যদিও এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি রাজীবের।

প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে সরিয়ে প্রশাসক নিযুক্ত করা হল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর গোপাল শেঠকে। বনগাঁবাসীকে পরিষেবা দেননি আগের প্রশাসক। অভিযোগ বিজেপিরও।

প্রধানকে ঘিরে তৃণমূলের কোন্দল বাধল কোচবিহারের গিতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। প্রধানকে সরাতে চেয়ে অনাস্থা আনলেন ওই পঞ্চায়েতের ৬ তৃণমূল সদস্য। দুর্নীতির প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা। তাঁদের অভিযোগ, ওই নেতা দুর্নীতিগ্রস্ত। যদিও বিজেপি নেতার দাবি, বিরুদ্ধ গোষ্ঠীই বিক্ষোভের নেপথ্যে। এ নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।  

মালদা থেকে গ্রেফতার হওয়া চিনের নাগরিকের সঙ্গে গুপ্তচরবৃত্তির যোগ থাকার বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এখনও খোলা যায়নি, ধৃতের ল্যাপটপ ও আই-ফোন। কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই চিনা নাগরিক, তা জানতে ঘটনার পুনর্নির্মাণ করা হল। পুলিশ সূত্রে দাবি, সিমকার্ড জোগার করতে রীতিমতো জাল বিস্তার করেছিলেন ধৃত চিনা যুবক। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তাঁর স্ত্রী। 

কোভিড ভ্যাকসিন নিলে নাকি শরীরে তৈরি হচ্ছে চৌম্বকীয় শক্তি। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের উদ্যোগে আমাদের ক্যামেরার সামনে হাতে কলমে দেখানো হল এই ঘটনা বুজরুকি ছাড়া কিছুই নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram