Assembly Budget Session: রাজ্যপালের বাজেট বক্তৃতায় কী কী উল্লেখ ছিল? জেনে নিন

Continues below advertisement

রাজ্যপালের বাজেট বক্তৃতায় যা যা উল্লেখ ছিল, "দেশের মধ্য়ে পশ্চিমবঙ্গ সবচেয়ে নিরাপদ রাজ্য। কলকাতা সবথেকে নিরাপদ শহর। তা সত্ত্বেও বাংলার ভাবমূর্তি ম্লান করতে রাজনৈতিক পরিকল্পনা।" বিধানসভায় রাজ্যপালের বাজেট বক্তৃতার খসরায় এমনই উল্লেখ ছিল। "রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিশেষ শ্রেণির মানুষ অপপ্রচার করছে। কায়মি স্বার্থ অক্ষুন্ন রাখতে অপপ্রচার করছে তাঁরা। সামাজিক মাধ্যমে ভুয়ো খবর, জাল ভিডিও দিয়ে সম্পূর্ণ মিথ্যে তথ্য পরিবেশন। ৯৩টি মামলা দায়ের হয়েছে। ৪৭৭টি পোস্ট বন্ধ করা হয়েছে। রাজ্য সরকার সবরকম হিংসার বিরোধী। সরকার শান্তি, সাম্য, একতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভাজন নয়, রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ রাখাই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য।" বিধানসভায় রাজ্যপালের বাজেট বক্তৃতার খসড়ায় এমনই উল্লেখ।  

বিধানসভায় মাত্র ৪ মিনিট ভাষণ দিলেন রাজ্যপাল। দুপুর ২-২.০৪ মিনিট পর্যন্ত ভাষণ দেন রাজ্যপাল। লিখিত ভাষণের শুরু ও শেষ অংশ পড়েন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বাজেট বক্তৃতা গ্রহণ করেছেন রাজ্যপাল। অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপিল(BJP) বিধায়কদের। ভারতমাতার জয়ধ্বনি দিয়ে স্লোগান দেন তাঁরা। রাজ্যপালকে বিদায় জানাতে কক্ষের বাইরে আসেন বিধানসভার অধ্যক্ষ-মুখ্যমন্ত্রী। রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেন তাঁরা। এরপরই বিধানসভাপ চত্বর ছেড়ে যায় রাজ্যপালের কনভয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram