Bengal District News: কলকাতা-সহ নানা জেলায় আকাশভাঙা বৃষ্টি, দুর্ঘটনা

Continues below advertisement

কয়েকঘণ্টার বৃষ্টিতেই বিপর্যস্ত কলকাতা। রাজভবনের (Raj Bhavan) সামনে অফিস ফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু। বৃষ্টিতে জলের তলায় রাস্তা। ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর প্রত্যক্ষদর্শীদের। দলবিরোধী কাজের অভিযোগে এবার ব্যবস্থা নিতে শুরু করল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদে চারজন পঞ্চায়েত প্রধানকে বহিষ্কারের সিদ্ধান্ত শাসকদলের। শুরু হয়েছে বহিষ্কৃতদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া। দেগঙ্গার একাধিক দোকানে ওষুধের আকাল। সাপ্লাই নেই, দাবি দোকান মালিকদের। বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকার। দিনহাটার (Dinhata) বিধায়ক পদে ইস্তফা দু-একদিনেই, দাবি নিশীথের। করোনাকালে অসহায়দের পাশে দাঁড়াতে উদ্যোগী কোচবিহারের কিছু যুবক। পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Raghunathpur Super Speciality Hospital) শুরু হল ৫০ বেডের কোভিড ওয়ার্ড। প্রথমদিনই ভর্তি হলেন ৮ জন করোনা আক্রান্ত। প্রবল বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা। বীরভূমের নানুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারে গাড়ির ধাক্কা। ঘটনাস্থলেই গাড়ির চালক-সহ দুজনের মৃত্যু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram