Bengal Violence: বাঁশবেড়িয়ায় গুলিবিদ্ধ TMC নেতা আদিত্য নিয়োগীকে চুঁচুড়া থেকে রেফার কলকাতার হাসপাতালে
বাঁশবেড়িয়ায় গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস (TMC) নেতা। বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তৃণমূল (TMC) নেতা আদিত্য নিয়োগী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। আজ সকালে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। বাজারের মধ্যেই পিছন থেকে কয়েকজন দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চুঁচুড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়। আক্রান্ত তৃণমূল নেতা আদিত্য নিয়োগী জানিয়েছেন, ‘আমাকে বারবার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এবার খুন করার চেষ্টা করা করেছে’। অন্যদিকে সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাসগুপ্ত বলেন, হামলার পিছনে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। অভিযুক্তরা ভোটের আগে বিজেপির (BJP) সঙ্গে হাত মিলিয়েছিল। তারাই এবার হামলা চালিয়েছে। পুলিশ যেন সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেয় তার আবেদন জানাচ্ছি।’