Bengal Violence: 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই উদয়ন গুহর ওপর হামলা', অভিযোগ BJP নেত্রী মালতী রাভারায়ের

দিনহাটায় উদয়ন গুহর (Udayan Guha) ওপর হামলা। হামলায় তাঁর ডান হাত ভেঙে গেছে, পিঠে ও বুকেও আঘাত লেগেছে। দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। দুষ্কৃতী হামলায় আক্রান্ত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় (Partha Pratim Roy) বলেন, ‘বিজেপির গুণ্ডারা তৃণমূলের উপর হামলা চালাচ্ছে। আজ উদয়ন গুহর উপর চক্রান্ত করে হামলা করেছে বিজেপি’। এই প্রসঙ্গে বিজেপি (BJP) নেত্রী মালতী রাভারায় বলেন, ‘উদয়ন গুহ দিনহাটায় হেরেছেন তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়। তৃণমূলের অন্দরে সমস্যার জন্যই এই হামলা হয়েছে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola