WB Election 2021: বিধায়ক নন, সাংসদই থাকতে চান নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার

বিধায়ক নয়, সাংসদই থাকতে চান এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র দুই জয়ী প্রার্থী নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। দু-একদিনের মধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন, জানালেন নিশীথ। দিনহাটার বিধায়ক পদ ছেড়ে কোচবিহারের সাংসদই থাকতে চান বলে জানিয়েছেন তিনি। জগন্নাথই বিধায়ক পদে ইস্তফার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘এমপি থেকে কেউ এমএলএ হতে চায়?’ নির্বাচনে জয়ে পেলেও, এখনও পর্যন্ত এই দু’জনের কেউই বিধায়ক পদে শপথ নেননি। নিশীথ ও জগন্নাথ বিধায়ক পদে ইস্তফা দিলে দিনহাটা ও শান্তিপুরে পুনর্নির্বাচন হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola