Pegasus Spyware: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই ফোন ট্যাপ করে, দাবি দিলীপ, শুভেন্দুর

Continues below advertisement

"বিজেপিকে বদনাম করতেই অভিযোগ করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই ফোন ট্যাপ করে", বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আরও বলেন, "তৃণমূল নেতারা কারও সঙ্গে কথা বলেন না হোয়াটসঅ্যাপ ছাড়া। কারণ তাঁরা জানেন, প্রত্যেকের ফোন ট্যাপ করেন মমতা নিজে। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফোন ট্যাপ করার সংস্কৃতি আমাদের নয়, মমতা যে সংস্কৃতি থেকে অর্থাৎ কংগ্রেস থেকে এসেছেন সেই সংস্কৃতির। ইন্দিরা গাঁধী তাঁর পার্টির সমস্ত নেতাদের ফোন ট্যাপ করতেন। এটা ইতিহাস। এটা সেই দলের নেতারাই বলেন।"

এই ফোন ট্যাপিং নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ''এই সংস্কৃতি ওঁদের। ওঁর পুর প্রশাসন বিজেপির মণ্ডল কর্তা থেকে আমাদের সকলের ফোন ট্যাপ করেন। সবার ফোন ট্যাপ হয়।’'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram