Blast in Burdwan: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে শিশুমৃত্যু! মর্মান্তিক ঘটনা বর্ধমানে

বয়স মাত্র ৭। ছোট্ট ছেলে। সময় পেলে ছুট্টে বাড়ি থেকে বেরিয়ে যেত খেলতে। আর পাঁচটা দিনের মতোই বন্ধুকে নিয়ে খেলতে বেরিয়েছিল। ঝোপের মধ্যে গোল গোল বস্তুগুলিকে বল হিসেবেই ধরে নিয়েছিল শিশুমন। বুঝতে পারেনি ওত পেতে রয়েছে বিপদ। তার মাশুল দিতে হল প্রাণ দিয়ে। ভোট-সপ্তাহ শুরু হতেই হিংসার বলি শিশু। পূর্ব বর্ধমানের রসিকপুরে মর্মান্তিক ঘটনা। সন্তানকে হারিয়ে শোকে পাথর মা-বাবা। এই ঘটনায় মুখ্যসচিব ও জেলা প্রশাসনের থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইল কমিশন (Election Commission)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola