Blue Light Update: গাড়িতে লাগানো যাবে না নীল বাতি-লাল বাতি, নির্দেশিকা জারি পরিবহন দফতরের
গাড়িতে বাতি লাগানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবহন দফতর। গাড়িতে লাগানো যাবে না নীল বাতি, লাল বাতি। এবার থেকে গাড়িতে লাগানো যাবে মাল্টিকালার বাতির প্যানেল। পরিবহণ দফতরের তরফ থেকে বার করা হবে নতুন স্টিকার। ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর যান আইনের সংশোধন করা হয়। ২০১৭ সালে কেন্দ্রের পরিবহণ মন্ত্রক সংশোধনী নির্দেশ জারি করে। সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দিল রাজ্য সরকার। 'গাড়ির মাথায় বাতি ব্যবহার করতে পারবেন রাজ্যের সব মন্ত্রী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অন্যান্য দফতরের শীর্ষ সচিবরা ব্যবহার করতে পারবেন বাতি। ডিভিশনাল কমিশনাররাও নিজ নিজ ক্ষেত্রে গাড়ির মাথায় বাতি ব্যবহার করতে পারবেন। ডিজি, এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও ব্যবহার করতে পারবেন বাতি। এছাড়াও জেলাশাসক, পুর কমিশনার, এসপি, এসডিপিও, এসডিওরা গাড়িতে বাতি ব্যবহার করতে পারবেন,' নির্দেশিকা জারি করে জানাল রাজ্যের পরিবহণ দফতর।