Bus Problem In Kolkata: বাস 'অমিল' ভরসা সাইকেল

Continues below advertisement

বাস হাতেগোনা। অথচ যাত্রী হাজার হাজার। হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে বাস পেতে এদিন কালঘাম ছুটে যায় নিত্যযাত্রীদের। স্ট্যান্ডেই এত ভিড় হয় যে কোভিড বিধির দফারফা হয়ে যায়। বাধ্য হয়েই কেউ কেউ এদিন সাইকেল নিয়ে বের হন। বাস স্ট্য়ান্ডে থিকথিকে ভিড়। কিন্তু বাস কোথায়? দু'একটি বাস চললেও তাতে পাদানিতে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। কোভিড বিধি ভুলে প্রাণের ঝুঁকি নিয়ে গন্তব্যের দিকে এভাবেই এগোলেন নিত্যযাত্রীরা। হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে শুক্রবার দেখা গেল এমনই চূড়ান্ত হয়রানির ছবি। বৃহস্পতিবার ছুটির দিন থাকায় রাস্তায় লোক ছিল তুলনায় কম। শুক্রবার কাজের দিনে বেসরকারি বাস কার্যত না নামায় পথে বেরিয়ে যন্ত্রণা টের পান নিত্যযাত্রী। কেউ কেউ মাইলের পর মাইল হেঁটেও বাস পাননি। 

 কার্যত লকডাউনে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা। গতকাল রাজ্য সরকারের (State Government) ছুটির দিন ছিল। আজ কাজের দিন। ফলে রাস্তায় যাত্রীদের ভিড় বেশি। সরকারি বাস (State Owned Bus) বেরোলেও গতকালের মতো আজও রাস্তায় বেসরকরি বাস (Private Buses) খুব একটা বেরোয়নি। ফলে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। আজ সকালে উল্টোডাঙাতে (Ultadanga) বেসরকারি বাস চলছে। কিন্তু সেই বেসরকারি বাস সংখ্যায় কম থাকায় ভিড় বাসেই উঠছেন যাত্রীরা। কার্যত ৫০ শতাংশ যাত্রী তোলার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় বাসে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন মানুষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram