Bongaon BJP Affidavit: বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থীর হলফনামায় 'মিথ্যে তথ্য', বাতিল হতে পারে নির্বাচন? প্রশ্ন হাইকোর্টের
Continues below advertisement
বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের নথি, রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ। নথি ও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে নির্বাচন কি বাতিল করে দেওয়া যায়? প্রশ্ন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর। ৩০ জুলাই এই মামলায় পরবর্তী শুনানি। ওই দিন ২ প্রার্থীকেই সশরীরে আদালকে উপস্থিত থাকতে হবে।
অন্যদিকে, টি সিরিজের (T-Series) প্রতিষ্ঠাতা প্রয়াত গুলশন কুমারের (Gulshan Kumar) ছেলে ভূষণ কুমারের (Bhushan Kumar) বিরুদ্ধে ধর্ষণের মামলা। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে মামলা। টি সিরিজের প্রজেক্টে কাজের টোপ দিয়ে ২০১৭ থেকে ’২০-র মধ্যে মহিলাকে ধর্ষণের অভিযোগ। ছবি ও ভিডিও ভাইরালের হুমকিও দেওয়া হয়, জানিয়েছেন নিগৃহীতা যুবতী।
Continues below advertisement
Tags :
ABP Ananda Calcutta High Court North 24 Parganas ABP Ananda Bengali News ABP Ananda LIVE Ajker Khobor Bangla Khabar Bangla News Bengali News Bangaon 16 July News Allegation Against BJP Candidate