Chinese Han Junwe Investigation: চিনা নাগরিক হান জুনওয়ের তদন্তের দায়িত্ব নিল এসটিএফ

Continues below advertisement

হান জুনওয়েকে হেফাজতে চেয়ে আবেদন করল এসটিএফ (STF)। ১৮ জুন হান জুনওয়েকে আদালতে পেশ করার কথা ছিল। মালদা জেলা পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়েছে এসটিএফ। সেকারণেই হান জুনওয়েকে হেফাজতে চেয়ে আবেদন করেছে এসটিএফ। নির্ধারিত দিনের আগেই ধৃত চিনা নাগরিককে আদালতে পেশ করা হয়। ধৃত হান জুনওয়েকে মালদা আদালতে পেশ করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram