Civic Volunteer Death: খড়গপুরে সিভিক ভলান্টিয়ারের 'রহস্যমৃত্যু'

Continues below advertisement

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) খড়গপুর লোকাল থানা এলাকার হীরাডিতে আজ সকালে এক সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার হয়েছে। সুভাষ রায় নামে ওই সিভিক ভলান্টিয়ার খড়গপুর সদর থানায় (Kharagpur Sadar Police Station) কর্মরত ছিলেন। গতকাল রাতে তিনি ডিউটি সেরে বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলেন। তারপর রাতে আর তাঁর খোঁজ মেলেনি। আজ সকালে রাস্তার ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, কয়লা পাচারকারীদের বাধা দেওয়ায় ওই সিভিক ভলান্টিয়ারকে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram