Abhishek Banerjee’s wife summoned by CBI: কান টানলে মাথা আসবে: Babul Supriyo
কয়লা পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী ও শ্যালিকাকে সিবিআই (CBI) নোটিস। সিবিআইয়ের সক্রিয়তার পিছনে বিজেপির ইন্ধন দেখছে তৃণমূল (TMC)। কান টানলে মাথা আসবে! পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একযোগে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেছে বাম-কংগ্রেস।
গত কয়েকমাস ধরেই গরু পাচারের পাশাপাশি কয়লা পাচারকাণ্ডের তদন্তে সক্রিয় সিবিআই। তা নিয়ে লাগাতার তৃণমূলকে নিশানা করছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে গত ২ ফেব্রুয়ারি, বারুইপুরের সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে নাম না করে তাঁর স্ত্রী-র বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সিবিআই নোটিস দেওয়ার পর ফের একবার সুর চড়ান শুভেন্দু।
বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ''আমি তো আগেই বলেছিলাম, টাকা কোথায় যায় না যায়...কান টানলে মাথা আসবেই, এবার যা করার সিবিআই করুক''।