Coronavirus: শিয়রে সংক্রান্তিতেও আমরা রবিবার পালন করছি, সন্ধের পর ভ্যাক্সিনেশন প্রায় হচ্ছেই না : ডা. কুণাল সরকার
Continues below advertisement
তৃতীয় ওয়েভ (Third Wave Of Corona) যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, তখন আক্রান্তের সংখ্যা অনেক বেশি হবে। তা দ্বিতীয় ওয়েভের (Second Wave Of Corona) প্রায় ১.৭ থেকে ২ গুণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ রুখতে একমাত্র অস্ত্র হতে পারে সচেতনতা এবং ভ্যাকসিন।
ICMR-এর একটি সমীক্ষাও বলছে, ভ্যাকসিনেশনের পর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমে। এদিকে, কো-উইন পোর্টাল অনুযায়ী, শুক্রবার সন্ধে অবধি ভ্যাকসিনের (Covid Vaccination) দু’টি ডোজ পেয়েছেন ৭ কোটি ৯৩ লক্ষ ৭৩ হাজার ৭৮৩ জন। ভারতে প্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠেরো বছরের বেশি বয়সী নাগরিকের সংখ্যা ৯৪ কোটি। এর মধ্যে এখনও পর্যন্ত ভ্যাকসিনের জোড়া ডোজ পেয়েছেন মাত্র আট শতাংশ।
ডা. কুণাল সরকার (Dr Kunal Sarkar ) উষ্মাপ্রকাশ করে বলেন, 'শিয়রে সংক্রান্তিতেও আমরা রবিবার পালন করছি, সন্ধের পর ভ্যাক্সিনেশন প্রায় হচ্ছেই না'
Continues below advertisement
Tags :
Covid-19 Corona ABP Ananda ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Ghanta Khanek Sange Suman Dr. Kunal Sarkar Third Wave Of Corona 17 July News Insufficient Vaccination