COVID Update: সিটি স্ক্যানে বাড়ে ক্যান্সারের বিপদ? এইমস অধিকর্তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কী বলছেন বিশেষজ্ঞরা?

Continues below advertisement

ফের করোনায় ভারতে সর্বনাশা রেকর্ড। অন্তহীন মৃত্যু মিছিল। দ্বিতীয় ঢেউতে দেশে দৈনিক মৃত্যু ফের একবার ৪ হাজারের দোরগোড়ায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে করোনা ভাইরাসের জেরে ফুসফুসের ক্ষয়ক্ষতির নির্ণয়ের একটি দিক নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। করোনা উপসর্গ থাকলে সেক্ষেত্রে সিটি স্ক্যান (CT Scan) করানো হলে কী ভবিষ্যতে ক্যান্সারের আশঙ্কা রয়েছে? এমনটাই মত AIIMS-র ডিরেক্টরের। ঝুঁকি মানতে নারাজ অনেক চিকিৎসকই।

সাম্প্রতিককালে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, RT-PCR টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেও, রোগীর প্রবল শ্বাসকষ্ট হচ্ছে! চিকিৎসকের পরামর্শে হাই রেজোলিউশন সিটি স্ক্যান করার পর দেখা যাচ্ছে ফুসফুসে সংক্রমণ রয়েছে। করোনোর দ্বিতীয় ঢেউয়ে রোগীদের একাংশের মধ্যে এরকম প্রবণতা দেখা যাচ্ছে!! আর এর ফলে এখন অনেকেই, সামান্য উপসর্গ দেখা দিলেও HR সিটি স্ক্যান করাচ্ছেন! এ প্রসঙ্গেই সম্প্রতি AIIMS এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া দাবি করেছেন, করোনার মাঝারি উপসর্গের ক্ষেত্রে সিটি স্ক্যান অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। এরইসঙ্গে তাঁর বক্তব্য, একবার সিটি স্ক্যানে ৩০০ বার এক্স-রে করার সমান তেজস্ক্রিয় বিকিরণ হয়। তাই ঘনঘন সিটি স্ক্যান করালে, ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram