COVID Update: করোনা আবহে 'মিলছে না ওষুধ', চরম বিপাকে আইসোলেশনে থাকা রোগীরা

Continues below advertisement

করোনা (Corona) আবহে ওষুধের আকাল। চিকিৎসকরা হোম আইসোলেশনে (Home Isolation) থাকা করোনা আক্রান্তদের যে ওষুধ খেতে বলছেন, তাও মিলছে না বাজারে। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন আক্রান্তের পরিজনরা। চিন্তায় চিকিৎসকরাও। শারীরিক অবস্থা খুব খারাপ না হলে করোনা আক্রান্তদের হোম আইসোলেশনেই থাকার পরামর্শ দিচ্ছে সরকার। কিন্তু বাড়িতে থাকতে গেলে প্রাথমিকভাবে যে ওষুধগুলি প্রয়োজন, অভিযোগ বহু জায়গায় তা মিলছে না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram