COVID Update: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপদ আছে ছোটদেরও! কীভাবে চিকিৎসা? রূপরেখা তৈরি করছে চিকিৎসক কমিটি

করোনা (Corona) আক্রান্ত শিশুদের চিকিৎসা হবে কোন পথে? স্বাস্থ্য দফতরকে রূপরেখা দিল চার চিকিৎসকের কমিটি। সূত্রের খবর, দ্রুত প্রকাশিত হবে এই রূপরেখা। ছোটদের করোনা ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়া অত্যন্ত জরুরী, বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দ্বিতীয় ঢেউয়ে করোনা এবার ছোবল বসাচ্ছে ছোটদের শরীরেও। যার ফলে উদ্বেগ আরও চরমে উঠেছে। করোনার প্রথম ঢেউয়ে এই সংখ্যাটা ধারেকাছেও ছিল না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola