Covid Updates: ভিনরাজ্য থেকে ভেসে আসতে পারে দেহ, মালদায় গঙ্গাবক্ষে কড়া নজরদারি

Continues below advertisement

করোনা আবহে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহারে (Bihar) নদীতে ভাসছে মৃতদেহ। নদীর স্রোতে কিছু দেহ চলে আসতে পারে পশ্চিমবঙ্গেও। তাই আগে থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। মালদার (Malda) মাণিকচকেই রাজ্যে প্রবেশ করেছে গঙ্গা (Ganga)। পুলিশের তরফে নদীতে চালানো হচ্ছে নজরদারি। মালদার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ বলেন, জেলা ও রাজ্য প্রশাসন এই বিষয়ে তৎপর আছে। কোনও মৃতদেহ (Covid Dead Body) চলে এলে সঠিক বিধি মেনে সৎকার করা হবে। জেলাশাসক জানিয়েছেন, সম্ভবত কোনও মৃতদেহ ঝাড়খণ্ড পেরিয়ে বাংলায় এখনও আসেনি। সব ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram