Cyclone Yaas: তাজপুর থেকে দিঘা, কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনা, ইয়াস মোকাবিলায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা

Continues below advertisement

তাজপুরে (Tajpur) সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়তেই তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। সমুদ্র উপকূলবর্তী এলাকাতে শুরু হয়েছে নজরদারি। চলছে মাইকে প্রচার। প্রশাসনের তরফে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলাতে ইয়াস ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। লঞ্চগুলিকে নিরাপদ দুরত্বে নিয়ে এসে বেঁধে রাখা হয়েছে। এনডিআরএফের (NDRF) তৎপরতাও চোখে পড়ছে। তৈরি হয়েছে সাইক্লোন সেন্টার, মজুত রয়েছে প্রচুর পরিমাণ শুকনো খাবার। পাশাপাশি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলাতে এবার আরও বেশি তৎপর কলকাতা পুরসভা (KMC)। গাছ দ্রুত কীভাবে সরিয়ে ফেলা হবে তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। বিভিন্ন জায়গায় মজুত করা হয়েছে অতিরিক্ত পাম্প।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram