Cyclone Yaas Effect: জলমগ্ন জমিতে ব্যাপক ক্ষতি মুখে পূর্ব মেদিনীপুরের চিনাবাদাম চাষ, সাহায্যের প্রতিশ্রুতি এগরার বিধায়কের

ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের চিনাবাদাম (Peanuts) চাষ। এগরা ও পাঁশকুঁড়া ব্লক জুড়ে দফায় দফায় বৃষ্টির কারণে মাঠে জল জমে রয়েছে চিনাবাদামের জমিতে। ফসল নষ্ট হওয়ার মুখে। জমা জলে পচতে শুরু করেছে বাদাম। যেটুকু ভালো আছে তা তুলে নেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। স্থানীয় বিধায়কের আশ্বাস, এই সময় বাদামচাষিদের কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola