Cyclone Yaas Effect: জমা জলে ধরেছে পচন, ইয়াসের ধাক্কায় ব্যাপক ক্ষতি পূর্ব মেদিনীপুরের চিনাবাদাম চাষে

ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের চিনাবাদাম চাষ। এগরা মহকুমা জুড়ে দফায় দফায় বৃষ্টির কারণে মাঠে জল জমে চিনেবাদাম নষ্ট হওয়ার মুখে। জমা জলে পচতে শুরু করেছে বাদাম। স্থানীয় বিধায়কের আশ্বাস, এই সমস্ত বাদাম চাষীদের কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইয়াসের প্রভাবে ভারী বৃষ্টির ফলে জলের তলায় পাঁশকুড়ার চিনাবাদাম চাষ। তড়িঘড়ি করে মাঠ থেকে বাদাম তুলে নেওয়ার চেষ্টা করছেন চাষিরা। বৃষ্টির জমা জল পচন ধরিয়েছে বাদামে। মাথায় হাত চাষীদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola