Cyclone Yaas Effect: '১২টি পাম্প সেচ কাজ করছে, প্রয়োজনে আরও ২০-২২টি দেব', কাঁথিতে গিয়ে আশ্বাস কৃষিমন্ত্রীর

আজ কাঁথিতে ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এখানে প্রায় চার হাজার মানুষ ত্রাণশিবিরে রয়েছেন। ৬টি মৌজা জলের তলায় চলে গিয়েছে। চাষের জমি থেকে যাতে জল বের করে দেওয়া যায়, তার জন্য আমাদের দফতর থেকে ১২টা পাম্প সেচ চলছে। এদের দাবি, অবিলম্বে আরও ২০-২৫টি পাম্প সেচ দিতে হবে। আমরা চাইছি এই মুহূর্তে বৃষ্টি আসুক, তাহলে নোনা জল বেরিয়ে গেলে সুবিধা হবে। আমরা এখানে আরও ২০-২২টি পাম্প সেচ দেব।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola