Cyclone Yaas Effect: বৃষ্টির দোসর অমাবস্যার কটাল, আতঙ্কে কাঁথির শৌলা গ্রামের বাসিন্দারা
Continues below advertisement
এক বিপর্যয়ের ঝাপটা সামলাতে না সামলাতেই আরেক বিপর্যয়ের আশঙ্কা। উদ্বেগ বাড়িয়েছে বৃষ্টি। দোসর অমাবস্যার কটাল। এই দুইয়ের জেরে কী হতে চলেছে পরিণতি তা ভেবেই বুক কাঁপছে কাঁথির শৌলা গ্রামের বাসিন্দাদের। ইয়াসের তাণ্ডবে মাথার ওপর ছাদ হারিয়ে আপাতত সমুদ্র তীরবর্তী উঁচু রাস্তায় ত্রিপল টাঙিয়ে দিন কাটছে প্রায় দেড়শো পরিবারের। সরকারি সাহায্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জুটছে খাবার। কবে বাড়ি ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। এরই মাঝে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি, আগামী সাতদিনের মধ্যে অমাবস্যার কটালের প্রভাবে জলোচ্ছ্বাসের জেরে ফের প্লাবিত হতে পারে শৌলা গ্রাম। কারণ ইয়াসের তাণ্ডবে ভেঙেছে সমুদ্র বাঁধ। আতঙ্কের প্রহর গুণছেন গ্রামবাসীরা। দ্রুত বাঁধ মেরামতির চেষ্টা চলছে, জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Continues below advertisement
Tags :
ABP Ananda Local News ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla DISTRICT NEWS Yaas Cyclone