Cyclone Yaas: আমফান থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তৎপর ওড়িশাও
Continues below advertisement
২৬ মে যখন ওড়িশার (Odisha) বালেশ্বরে (Baleshwar) আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, তার গতিবেগ হতে পারে ১৫৫ কিমি এবং সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিমি/ঘণ্টা হতে পারে। ওড়িশার বালেশ্বরে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ওড়িশা সরকারের তরফে ক্রমাগত বৈঠক করা হচ্ছে। উপকূলরক্ষীবাহিনী থেকে নৌবাহিনী এবং রাজ্যের বিভিন্ন দলকে তৎপর থাকতে বলা হয়েছে। আমফান থেকে শিক্ষা নিয়ে এমন অনেক নতুন ব্যবস্থাপনা করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Cyclone Yaas Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Live Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas CycloneYaas Cyclone Preparation Baleshwar Odisha Government