Cyclone Yaas Update: সারি সারি ঝাউবনের সৌন্দর্য অতীত, ধ্বংসস্তুপে পরিণত তাজপুর
Continues below advertisement
ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে তাজপুরের (Tajpur) অবস্থা ভয়াবহ। সারাবছর যে ঝাউবনের সৌন্দর্য দেখা যায়, তা একেবারেই বদলে গিয়েছে। উপড়ে পড়েছে সেইসব গাছ। তাজপুর সমুদ্র সৈকতের জলোচ্ছ্বাসের জেরে গোড়া সমেত গাছ উপড়ে পড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই জলের তোড়ে তাদের বাড়ি ঘর সব প্লাবিত হয়ে গিয়েছে। তাদের চোখেমুখে আতঙ্ক স্পষ্ট।
Continues below advertisement
Tags :
Tajpur Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas Cyclone Army On Cyclone Yaas Army Preparation On Cyclone Yaas Tajpur Beach Jhau Trees